সখীপুরে এক প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগে আবুল হোসেন (৪০) নামে এক পল্লি চিকিৎসককে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার সকালে ওই গৃহবধূ (২৫) বাদী হয়ে আবুল হোসেনকে আসামি করে সখীপুর থানায় ধর্ষণ মামলা দায়ের করেছেন। পুলিশ আবুল হোসেনকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছেন। আবুল হোসেনের বাড়ি উপজেলার হতেয়া গ্রামে।
ধর্ষণের শিকার সেই গৃহবধূ বলেন, "কয়েক মাস আগে ওই পল্লি চিকিৎসক চিকিৎসা করার সুযোগ নিয়ে বাড়িতে এসে আমাকে কুপ্রস্তাব দিত। পথে ঘাটে দেখা হলে উত্ত্যক্ত করত। কাউকে না বলার জন্য হুমকি দিত। সর্বশেষ গত শুক্রবার রাত ১১টার দিকে প্রকৃতির ডাকে ঘরের বাইরে এলে এর ফাঁকে আবুল হোসেন ঘরে ঢোকে। আমি ঘরে ঢুকা মাত্রই গামছা দিয়ে মুখ বেধে আমাকে ধর্ষণ করে। এক পর্যায়ে মুখের গামছা খুলে চিৎকার করলে পাশের ঘরে শুয়ে থাকা আমার ভাশুর কাদের মল্লিক এসে আমাকে উদ্ধার ও আবুলকে হাতে নাতে আটক করে। পরে শনিবার সকালে তাকে সখিপুর থানা পুলিশের কাছে সোর্পদ করা হয়।"
সখীপুর থানার ওসি মাকছুদুল আলম বলেন, "অভিযুক্ত পল্লি চিকিৎসক আবুল হোসেনের বিরুদ্ধে ধর্ষণ মামলা নেওয়া হয়েছে। গৃহবধূকে ডাক্তারি পরীক্ষার জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।"
বিডি-প্রতিদিন/ ২৪ ডিসেম্বর, ২০১৬/ তাফসীর-১১