মাগুরার শ্রীপুর উপজেলার তখলপুর গ্রামে অবসরপ্রাপ্ত বিডিআর হাবিলদার মিয়া মশিউর রহমান (৬৮) কে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করেছে দুর্বত্তরা। গত শুক্রবার বিকালে এ ঘটনা ঘটলেও প্রতিপক্ষের ভয়ে থানায় মামলা করতে করতে সাহস পাচ্ছেনা পরিবারটি। গুরুতর আহত অবস্থায় মাগুরা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
আহত মশিউর রহমানের ছেলে রিয়াদুল ইসলাম শনিবার সকালে জানান, গ্রামের বাড়িতে তার বৃদ্ধ বাবা ও মা ছাড়া কেউই থাকেন না। এই সুযোগে এলাকার ইউনিয়ন পরিষদ সদস্য কাজী আব্দুর রউফ এর নেতৃত্বে একটি দুর্বৃত্ত মহল তাদের জমিজমা দখলের পায়তারা শুরু করেছে। সম্প্রতি রউফ মেম্বরের ইন্ধনে ওই গ্রুপটি তার বাবার লাগানো ১০ শতক জমির প্রায় ৩ লাখ টাকা মূল্যের গাছ কেটে নিয়ে যায়। সালিশ মিমাংসার নামে ওই ঘটনা নিয়ে টালবাহানা করে মোটা অংকের টাকা দাবী করে রউফ মেম্বর।
এ ঘটনার প্রতিবাদ করলে শুক্রবার বিকালে শ্রীপুর থেকে মাগুরায় আসার পথে রউফ মেম্বরের সহযোগি বাঁশি বিশ্বাস ও তার ছেলেরা মশিউর রহমানের উপর আক্রমন চালায়। এ সময় তারা হাতুড়ি ও লাঠিসোঠা দিয়ে তার শরীরের বিভিন্ন স্থানে মারপিট করে। রাতেই তাকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনা নিয়ে পুলিশের কাছে কোন মামলা মোকর্দমা করলে তাদেরকে জীবন নাশের হুমকি ও বাড়িঘর ভাংচুর করার হুমকি দিয়েছে প্রতিপক্ষ ওই গ্রুপটির বিরুদ্ধে অভিযোগ করেন আহতের ছেলে রিয়াদুল ইসলাম। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল ইসলাম জানান, এ বিষয়ে এখনো কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে দ্রুত ব্যবস্থা নেয়া হবে।
বিডি-প্রতিদিন/ ২৪ ডিসেম্বর, ২০১৬/ তাফসীর-১৪