চট্টগ্রামের হাটহাজারীর নন্দীর হাটে মাদকসেবীদের ছুরিকাঘাতে মো. জাহাঙ্গীর নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার রাত সাড়ে ৯টায় আহত ওই যুবককে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় পুলিশ মামুন নামে একজনকে আটক করেছেন।
জানা যায়, সন্ধ্যা সাড়ে ৭টার সময় মাদকসেবীদের সঙ্গে মোবাইল ফোন নিয়ে জাহাঙ্গীরের বিরোধের জের ধরে মাদকসেবীরা তাকে ছুরিকাঘাত করে। স্থানীয়রা জানিয়েছেন, হত্যাকাণ্ডের সঙ্গে স্থানীয় যুবক হেলাল, সালাউদ্দিন ও মামুন জড়িত।
মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই মোহাম্মদ জাহাঙ্গীর আলম জানান, ফতেয়াবাদস্থ নন্দীর এলাকায় জাহাঙ্গীরকে ছুরিকাঘাত করা হয়। তবে কি কারণে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে তা জানা যায়নি।
বিডি প্রতিদিন/২৫ ডিসেম্বর ২০১৬/হিমেল