গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলায় নাশকতা মামলার আসামি ইসতিয়াক আহম্মেদ (২৮) নামে এক শিবির নেতাকে (সাথী) গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাত ৯টার দিকে ওই উপজেলার ধাপেরহাট ইউনিয়নের আমবাগান এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
ইসতিয়াক আহম্মেদ ধাপেরহাট ইউনিয়নের উত্তরপাড়া গ্রামের মুনছুর প্রামাণিকের ছেলে।
ধাপেরহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মো. মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, ইসতিয়াক আহম্মেদের বিরুদ্ধে নাশকতা মামলার তিনটি গ্রেফতারি পরোয়ানা রয়েছে। তিনি পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
বিডি প্রতিদিন/২৫ ডিসেম্বর ২০১৬/হিমেল