রাজশাহীর বাগমারা উপজেলায় মোস্তাফিজুর রহমান ওরফে মন্টু (৫২) নামে জেএমবির এক সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাত ৮টার দিকে উপজেলার হামিরকুৎসা বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।
মন্টু উপজেলার কালুপাড়া গ্রামের মৃত সিরাজ উদ্দীনের ছেলে।
বাগমারা থানার ওসি সেলিম রেজা জানান, থানার তালিকাভুক্ত জেএমবি সদস্য মন্টু। তার নামে থানায় হত্যাসহ দুটি মামলা রয়েছে। এছাড়া অপহরণের একটি মামলায় মন্টুর সাঁজাও হয়েছিল। সেলিম রেজা আরও জানান, মন্টু এলাকায় ফিরে জেএমবি সদস্যদের সংগঠিত করার কাজ করছিলেন এমন সংবাদে অভিযান চালিয়ে শনিবার রাতে তাকে গ্রেফতার করা হয়। আজ সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
বিডি প্রতিদিন/২৫ ডিসেম্বর ২০১৬/হিমেল