গাজীপুর রাজেন্দ্রপুরের গজারিয়াপাড়া এলাকায় অগ্নিকাণ্ডে ১৭টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। আজ ভোর সাড়ে তিনটার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে একে কোন হতাহতের খবর পাওয়া যায়নি।
গাজীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার হাসিবুর রহমান জানান, ওই এলাকার হাজী মার্কেট সংলগ্ন সাইদুর রহমানের বাড়িতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। পরে তা দ্রুত বিভিন্ন ঘরে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে জয়দেবপুর ফায়ার সর্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
বিডি প্রতিদিন/২৫ ডিসেম্বর ২০১৬/হিমেল