মেহেরপুরের গাংনী সীমান্ত থেকে ভারতীয় শাড়িসহ দুই চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। আটককৃতরা হলো, শহড়াতলা গ্রামের হারুন অর রশিদের ছেলে আল মাদানী (৪৫) ও কায়েম উদ্দীনের ছেলে নওশাদ আলী (৩৫)। শনিবার দিবাগত রাতে উপজেলার শহড়াতলা বিজিবি ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে দুই চোরাকারবারিকে আটক করে। এসময় তাদের কাছ থেকে ১১২ পিস ভারতীয় শাড়ি জব্দ করা হয়।
শহড়াতলা বিজিবি ক্যাম্পের কমান্ডার নায়েক সুবেদার আব্দুল কুদ্দুস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক চোরাকারবারিদের বিরুদ্ধে চোরাচালান আইনে মামলা দায়ের করা হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার