স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল শনিবার কুয়াকাটায় যাচ্ছেন। সুন্দরবনে অবস্থানরত বঙ্গোপসাগরের একাধিক জলদস্যু বাহিনীর অর্ধ-শতাধিক জলদস্যু স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আত্মসমর্পণ করার কথা রয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার এ.বি.এম সাদিকুর রহমান।
এদিকে, মন্ত্রীর আগমন ও জলদস্যুদের আত্মসমর্পণকে ঘিরে কুয়াকাটা পৌর আওয়ামী লীগের উদ্যোগে শনিবার সকাল ১০টায় রাখাইন মহিলা মার্কেট মাঠে জনসভার আয়োজন করা হয়েছে।
জনসভাকে প্রাণবন্ত করতে স্থানীয় আওয়ামী লীগ ও মৎস্য ব্যবসায়ীরা প্রচারণা চালাচ্ছে।
বিডি প্রতিদিন/৬ জানুয়ারি, ২০১৭/ফারজানা