বরিশালে দাবিকৃত যৌতুক না পেয়ে গায়ে কেরোসিন ঢেলে গৃহবধূ হত্যা চেষ্টার অভিযোগে স্বামীসহ ৩ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। বরিশাল নারী ও শিশু নির্যাতন অপরাধ দমন ট্রাইব্যুনালে গত বৃহস্পতিবার এই মামলা দায়ের করেন বরিশাল সদর উপজেলার পতাং গ্রামের গৃহবধূ বিভা রাণী সিকদার। বিচারক গৃহবধূর অভিযোগ তদন্তের জন্য জেলা মহিলা বিষয়ক কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন।
মামলায় অভিযুক্তরা হলেন বিভা রাণী সিকদারের স্বামী পতাং গ্রামের নির্মল সিকদার, নিপেন সিকদার ও ধীরেন সিকদার।
মামলায় অভিযোগ করা হয়, নির্মল সিকদারের সঙ্গে ২০১২ সালে মামলার বাদী বিভা রানী সিকদারের বিয়ে হয়। পরে বিদেশে যাওয়ার জন্য নির্মল সিকদার শ্বশুড় বাড়িতে ৩ লাখ টাকা দাবি করেন। যৌতুকের টাকা দিতে অস্বীকার করলে ২০১৬ সালের ২৫ আগষ্ট রাতে স্ত্রী’র শরীরে কেরসিন ঢেলে হত্যার চেষ্টা করে নির্মল সিকদার। পরে তাকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসার জন্য দীর্ঘদিন ঢাকায় থাকায় ঘটনার ৪ মাস পরে মামলা দায়ের করা হয়েছে বলে বাদী বিভা রাণী সিকদার মামলায় উল্লেখ করেন।
বিডি প্রতিদিন/০৬ জানুয়ারি ২০১৭/হিমেল