গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় আজ ভোরে জামায়াত-শিবিরের ৮ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। সুন্দরগঞ্জ উপজেলার রামজীবন ইউনিয়নের নিজপাড়ার একটি বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের নাম-পরিচয় বিস্তারিত জানাতে পারেনি পুলিশ।
সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিয়ার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃতরা গোপন বৈঠকে নাশকতার পরিকল্পনা করছিল। এমন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। তাদের বিরুদ্ধে সুন্দরগঞ্জ থানায় নাশকতার মামলা রয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার