গোপালগঞ্জের মান্দারতলা এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে আজ ভোরে ট্রাকের চাপায় পাওয়ার টিলারের দুই শ্রমিক নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আরো তিনজন অাহত হয়েছেন। নিহত দুই জন হলেন, গোপালগঞ্জ সদর উপজেলার গোলাবাড়িয়া গ্রামে জিহাদ কাজীর ছেলে রেজাউল (২২) ও একই গ্রামের দিলদার মোল্লার ছেলে রিয়াজ মোল্লা (২০)। এ সড়ক দুর্ঘটনায় অাহতদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম রেজা দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনায় ঘটনাস্থলেই ট্রলির এক শ্রমিক নিহত হন। এসময় আহত হন ট্রলির অপর চার শ্রমিক। অাহতদের উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় আহতদের মধ্যে রিয়াজ মোল্লাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
বিডি প্রতিদিন/এ মজুমদার