শ্রীমঙ্গলে বিজিবি ও পরিবহন শ্রমিকদের সাথে সংঘর্ষের জেরে সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের ডাকে মৌলভীবাজার জেলায় পরিবহন ধর্মঘট চলছে।
সকাল থেকে জেলায় সকল ধরনের পরিবহন বন্ধ রেখেছেন শ্রমিকরা। শহর থেকে দূরপাল্লাার কোন যানবাহন ছেড়ে যাচ্ছে না। ঘন কুয়াশার জন্য রাস্থায় সাধারণ মানুষ কম থাকলেও ধমর্ঘটের কারণে কর্মজীবি মানুষ পড়েছেন বিপাকে। বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যার দিকে শ্রীমঙ্গল উপজেলার ভানুগাছ স্ট্যান্ড এলাকায় বিজিবি চালকের সাথে এক পরিবহন শ্রমিকের কথা কাটাকাটির জের ধরে কিছু বিজিবি সদস্য ও পরিবহন শ্রমিকদের মধ্যে সংঘর্ষ হয়। এর পর ক্ষতি গ্রস্থ শ্রীমঙ্গলের পরিবহন শ্রমিকরা গতকাল শুক্রবার শ্রীমঙ্গল উপজেলায় ধমর্ঘট পালন করে। পরে বিকেলে পরিবহন শ্রমিকদের এক সমাবেশ থেকে শনি ও রবিবার সারা জেলায় ধমর্ঘট আহ্বান করা হয়।
বিডি প্রতিদিন/৭ জানুয়ারি ২০১৭/হিমেল