নওগাঁর পোরশা উপজেলার নিতপুর সীমান্ত থেকে নাঈমুল ইসলাম (৪০) ও জিয়াউর রহমান (২৫) নামে দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
শনিবার সকালে তাদের ধরে নিয়ে যাওয়া হয়। দুপুরে বর্ডার গার্ড বাংলাদেশের স্থানীয় কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, সকালে নাইমুল ও জিয়াউর সীমান্ত এলাকায় গরু আনতে যায়। এ সময় ভারতের ক্যাদারীপাড়া বিএসএফ সদস্যরা তাদের ধরে নিয়ে যায়।
এ বিষয়ে ১৪ বিজিবির সহ-অধিনায়ক মেজর আশরাফুজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, আটক হওয়া বাংলাদেশিদের ফিরিয়ে আনার জন্য ভারতের ক্যাদারীপাড়া ক্যাম্পে যোগাযোগ করা হচ্ছে।
বিএসএফের হাতে আটক নাইমুল পোরশা উপজেলার বিষ্ণপুর গ্রামের খোশ মোহাম্মদের ছেলে। জিয়াউর রহমান একই উপজেলার ইসলামপুর গ্রামের মৃত-মহুবুলের ছেলে।
বিডি প্রতিদিন/৭ জানুয়ারি, ২০১৭/ফারজানা