বগুড়া সদর উপজেলায় আজ দুপুরে যাত্রীবাহী বাসচাপায় মিনহাজ (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশু উপজেলার নূনগোলা ইউনিয়নের জিয়াউর রহমানের ছেলে।
বগুড়া উপ-শহর টাউন ফাঁড়ি পুলিশের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (টিএসআই) আব্দুল আজিজ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, রাস্তা পারাপারের সময় একটি মিনিবাস শিশু মিনহাজকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার পরপরই বাস চালক ও হেলপার পালিয়ে যায়।
বিডি প্রতিদিন/এ মজুমদার