পটুয়াখালীর কলাপাড়া উপজেলার পাটুয়া আল-আমিন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে মারধর ও লাঞ্ছিত করার প্রতিবাদে মানববন্ধন করেছে ওই স্কুলটির শিক্ষক-শিক্ষার্থীরা। ঘটনার সাথে জড়িত সকল সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে রবিবার সকাল ১০ টার দিকে কলাপাড়া প্রেসক্লাবের সামনের সড়কে এ কর্মসূচি পালন করা হয়। দীর্ঘ এ মানববন্ধনে শিক্ষকসহ শত শত শিক্ষার্থী অংশগ্রহণ করে।
প্রায় ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন, খেপুপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.আনোয়ার হোসেন, স্বাধীনতা পেশাজীবী পরিষদের কলাপাড়ার আহ্বায়ক অধ্যাপক মঞ্জুরুল আলম, আব্দুস সোবাহান মডেল একাডেমীর প্রধান শিক্ষক মো.ওমর ফারুক প্রমুখ।
এসময় বক্তারা শিক্ষকের ওপর হামলা-লাঞ্চিতের ঘটনার তীব্র নিন্দা জানান। জড়িত সন্ত্রাসীদের গ্রেফতারের দাবি জানান।
উল্লেখ্য, গত ১৮ মে বেলা দুইটায় শিক্ষক ইউসুফ আলীর ওপর পাশা মোড়লের নেতৃত্বে হামলা ও মারধরের ঘটনা ঘটে। এ ঘটনায় কলাপাড়া থানায় একটি মামলা হয়েছে। পুলিশ এক আসামি আব্বাস প্যাদাকে ইতোমধ্যে গ্রেফতার করেছে। স্কুল থেকে বাড়ি ফেরার পথে মাছুয়াখালী বাজারে শিক্ষক ইউসুফকে মারধর লাঞ্ছিত করা হয়। এ ঘটনায় শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।
কলাপাড়া থানার ওসি জিএম শাহনেওয়াজ জানান, ইতোমধ্যে এক আসামিকে গ্রেফতার করা হয়েছে। বাকিরা পলাতক রয়েছে বলে তিনি সাংবাদিকদের জানিয়েছেন।
বিডি প্রতিদিন/২১ মে ২০১৭/হিমেল