আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগে নিয়মিত পারফর্ম করে যাচ্ছেন দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক ফাফ ডু প্লেসি। এবার নতুন এক মাইলফলক ছুঁয়ে গড়লেন ইতিহাস, অধিনায়ক হিসেবে টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ রানের রেকর্ড এখন তার দখলে।
সম্প্রতি যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেটে (এমএলসি) টেক্সাস সুপার কিংসের হয়ে খেলছেন ডু প্লেসি। সিয়াটেল ওরকাসের বিপক্ষে সর্বশেষ ম্যাচে ৫২ বলে ৯১ রানের ঝড়ো ইনিংস খেলেন তিনি। তার দুর্দান্ত ব্যাটিংয়ে ১৮৮ রানের বড় সংগ্রহ পায় দলটি, ম্যাচটি জেতে ৫১ রানের ব্যবধানে।
এই ইনিংসের মধ্য দিয়েই অধিনায়ক হিসেবে টি-টোয়েন্টি ক্রিকেটে সবচেয়ে বেশি রান করার কীর্তি গড়েছেন ফাফ ডু প্লেসি। এতদিন এই রেকর্ড ছিল ভারতের বিরাট কোহলির দখলে। তার অধিনায়ক হিসেবে রান ছিল ৬,৫৬৪। সেই সংখ্যাকে ছাড়িয়ে ডু প্লেসির রান এখন ৬,৫৭৫।
অধিনায়ক হিসেবে টি-টোয়েন্টিতে রান তালিকায় দ্বিতীয় স্থানে নেমে গেছেন কোহলি। তৃতীয় স্থানে আছেন ইংল্যান্ডের জেমস ভিন্স (৬,৩৫৮ রান), চতুর্থ মহেন্দ্র সিং ধোনি (৬,২৮৩) এবং পঞ্চম স্থানে আছেন রোহিত শর্মা (৬,০৬৪ রান)।
যদিও টি-টোয়েন্টি ক্রিকেটে সব মিলিয়ে এখনও সর্বোচ্চ রান সংগ্রাহক বিরাট কোহলি। তার মোট রান ১৩,৫৪৩। ডু প্লেসি ১১,৪২২ রান নিয়ে রয়েছেন দ্বিতীয় স্থানে।
বিডি প্রতিদিন/মুসা