নেত্রকোনার মোহনগঞ্জে রফিকুল ইসলাম (৩২) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার বেলা পৌনে ১১টার দিকে উপজেলার বড়তলী-বানিয়াহারী ইউনিয়নের মাহমুদপুর গ্রাম থেকে তার লাশটি উদ্ধার করা হয়। রফিকুল ওই গ্রামের মৃত সিদ্দিক মিয়ার ছেলে।
মোহনগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) খাইরুল ইসলাম জানান, উপজেলার মাহমুদপুর গ্রামের মৃত সিদ্দিক মিয়ার ছেলে রফিকুল দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছিলেন। তার স্ত্রী স্বপ্না আক্তার জীবন-জীবিকার তাগিদে দুই কন্যা সন্তানকে নিয়ে মোহনগঞ্জ পৌর শহরের একটি বাসায় গৃহপরিচারিকার কাজ করেন। প্রতিদিনের ন্যায় রফিকুল শনিবার রাতে স্থানীয় বাজার থেকে বাড়ি ফেরেন। কিন্তু বাড়িতে ফেরার পর তাকে কোথাও খোঁজে পাওয়া যাচ্ছিল না। পরে রবিবার সকালে তাকে কোথাও দেখতে না পেয়ে বাড়ির লোকজন তার বসত ঘরে প্রবেশ করলে ঘরের আড়ার সঙ্গে রশিতে ঝুলন্ত অবস্থায় রফিকুলের লাশ দেখতে পায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ওইদিন সকাল পৌনে ১১টার দিকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেজবাহ উদ্দিন আহম্মেদ জানান, এ ঘটনায় রবিবার দুপুরে মোহনগঞ্জ থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
বিডি-প্রতিদিন/২১ মে, ২০১৭/মাহবুব