লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার কাকিনা ইউনিয়নের গোপাল রায় গ্রামে রবিবার সকালে বজ্রপাতে নজরুল ইসলাম (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
এলাকাবাসী জানায়, সকাল ৮টার দিকে হঠাৎ ঝড় ও বৃষ্টি শুরু হয়। কৃষক নজরুল ইসলাম তখন বাড়ির পার্শ্বে জমিতে কাজ করছিল। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই নজরুল ইসলামের মৃত্যু ঘটে। তার সঙ্গী আব্দুল বারেক (৪৯) নামের অপর এক কৃষক গুরুতর আহত হন। পরে স্থানীয়রা বারেককে প্রথমে কালীগঞ্জ উপজেলা হাসপাতাল ও পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। কাকিনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বিডি-প্রতিদিন/এস আহমেদ