বরিশাল সদর উপজেলার চরমোনাই ইউনিয়নের উত্তর রাজারচর গ্রামে পুকুরের পানিতে ডুবে দুই সহোদর বোনসহ ৩ শিশুর মৃত্যু হয়েছে। আজ দুপুরে এই ঘটনার পর ৩ শিশুকে উদ্ধার করে বিকেলে শেরে-ই বাংলা মেডিকেলের জরুরি বিভাগে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের সকলকে মৃত বলে ঘোষণা করেন। নিহতরা হলো- ওই গ্রামের আব্দুল বাতেনের বড় মেয়ে হাফিজা (৮) ও ছোট মেয়ে হাফসা (৬) এবং প্রতিবেশী মোজাম্মেল হোসেনের মেয়ে উর্মি (৭)।
একই সাথে পানিতে ডুবে ২ সহোদরসহ ৩ শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে চরমোনাই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. ছিদ্দিকুর রহমান। তিনি জানান, ওই তিন শিশু বাড়ির সামনে পুকুর পাড়ে খেলা করছিল। খেলার ছলে সবাল অলক্ষ্যে বেলা আড়াইটার দিকে পুকুরে পরে যায় তারা। ওই সময়ে বিষয়টি কেউ খেয়াল করেননি। হঠাৎ তাদের সন্ধান পড়ে যায়। এ সময় বিভিন্ন স্থানে খোঁজাখুজির পর বাড়ির সামনের পুকুর থেকে উদ্ধার করে তাদের বরিশাল শেরে-ই বাংলা মেডিকেলে নেয়া হয়। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তাদের ৩ জনকেই মৃত বলে ঘোষণা করেন।
হাসপাতালের জরুরি বিভাগের নার্সিং অফিসার আবু জাফর জানান, ৩ শিশুকে অভিভাবকরা নিয়ে আসলে তাদের মৃত ঘোষণা করেন চিকিৎসক ডা. আবদুল্লাহ আল-মামুন। মৃত ঘোষণার পর স্বজনরা ৩ শিশুর লাশ নিয়ে দ্রুত হাসপাতাল ত্যাগ করেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার