চুয়াডাঙ্গা জেলার সকল ইমাম ও মুয়াজ্জিনকে ডাটাবেজের আওতায় আনার প্রক্রিয়া শুরু হয়েছে। দেশের সকল ইমাম-মুয়াজ্জিনের যাবতীয় তথ্য সরকারের নখদর্পণে রাখা, তাদের সুযোগ-সুবিধা নিশ্চিত করা এবং সামাজিক বিভিন্ন সংকট দূরীকরণে ইমাম-মুয়াজ্জিনদের ভূমিকা রাখার জন্য তাদের জন্য একটি ডাটাবেজ তথা ইমাম বাতায়ন তৈরী করা হয়েছে।
ইমাম বাতায়নে জেলার চারটি উপজেলার কয়েক হাজার ইমামকে পর্যায়ক্রমে ডাটাবেজের আওতায় নিয়ে আসার লক্ষ্যে প্রথম দফায় চুয়াডাঙ্গা সদর ও আলমডাঙ্গা উপজেলার ইমামদের নিয়ে ইমাম বাতায়ন বিষয়ক ওরিয়েন্টশন কর্মশালায় সম্পৃক্ত করানো হয়েছে।
বুধবার বেলা ১০টায় আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে ও বেলা সাড়ে ১১টায় সদর উপজেলা পরিষদ হলরুমে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ। জেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় এ কার্যক্রম পরিচালিত হচ্ছে বলে জানা গেছে।
চুয়াডাঙ্গা সদর উপজেলা পরিষদ হলরুমে সদর উপজেলা নির্বাহী অফিসার মৃণাল কান্তি দে’র সভাপতিত্বে ওরিয়েন্টশন কর্মশালায় প্রধান অতিথি থেকে জেলা সদরের ইমাম-মুয়াজ্জিনদের ডাটা বেজ তৈরি কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ। সহকারী কমিশনার (তথ্য ও প্রযুক্তি) সুচিত্র রঞ্জন দাস’র সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইসলামিক ফাউন্ডেশন চুয়াডাঙ্গার উপ-পরিচালক এ.বি.এম রবিউল ইসলাম, সদর উপজেলা চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাস, উপজেলা যুব উন্নয়ন অফিসার জাহাঙ্গীর আলম।
এ ছাড়াও অনুষ্ঠিত কর্মশালায় জেলা সদরের বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের ৫ শতাধিক ইমাম-মুয়াজ্জিনগণ উপস্থিত ছিলেন। এ সময় তাদের কাছ থেকে ছবি ও পরিচয় বিবরণী সংগ্রহ করে উপজেলা ডিজিটাল সেন্টারের উদ্যোক্তারা।