যৌন নিপীড়নকারী দিনাজপুরে ক্রিকেট কোচ আব্দুস সামাদ মিঠু'র শাস্তির দাবিতে মানববন্ধন করেছে দিনাজপুরের সুশীল সমাজ ও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও ক্রিড়া সংগঠনের প্রতিনিধিরা। আজ সকাল ১১ হতে দুপুর ১২টা পর্যন্ত দিনাজপুর খেলাঘর আসরের আয়োজনে দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অনুষ্ঠিত এ মানববন্ধন পালন করেন তারা। মানববন্ধন থেকে আগামী ৭২ ঘন্টার মধ্যে ক্রিকেট কোচ মিঠুর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়। অন্যথায় আরো বৃহত্তর কর্মসূচি দেয়া হবে বলে হুশিয়ারি প্রদান করা হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, দিনাজপুর নাগরিক উদ্যোগে ও সেক্টর কমান্ডার্স ফোরামের সভাপতি আবুল কালাম আজাদ, দিনাজপুর জেলা পরিষদের সদস্য মো. ফয়সাল হাবিব সুমন, দিনাজপুর পৌরসভার কাউন্সিলর মো. রেহাতুর ইসলাম খোকা, দিনাজপুর খেলাঘর আসরের সাধারণ সম্পাদক নুরল মতিন সৈকত, কমিউনিষ্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড আলতাফ হোসাইন, জেলা কমিউনিষ্ট পার্টির নেতা মো. বদিউজ্জামান বাদল, মহিলা পরিষদ দিনাজপুর জেলা শাখার সভাপতি কানিজ রহমান, ডিএফএ’র নির্বাহী সদস্য আজাদুর রহমান বিপু, ক্রিকেট আম্পায়ার শামিম কবির অপু, মো. আরিফুল আলম পল্লব, সিনিয়র ক্রিকেটার মোস্তাফিজুর রহমান প্রমুখ।
দিনাজপুর খেলাঘর আসরের সাধারণ সম্পাদক নুরল মতিন সৈকত বলেন, ঘটনার ২২ দিন অতিবাহিত হওয়ার পরও আব্দুস সামাদ মিঠুর বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহণ করা হয়নি। দিনাজপুর জেলা ক্রিড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক মীর খায়রুল আলম ক্রিকেট কোচ মিঠুকে কারণ দর্শাও নোটিশ প্রদান করেছেন। তারা বলেন, শুধু কারণ দর্শাও নোটিশ নয়, আগামী ৭২ ঘন্টার মধ্যে যৌন নিপীড়নকারী আব্দুস সামাদ মিঠুকে অপসারণ ও তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে। নইলে ঈদের পর কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।
উল্লেখ্য, বিসিবি’র দিনাজপুর কোচ ও দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য আব্দুস সামাদ মিঠুর বিরুদ্ধে চলতি ২ জুন দিনাজপুরের প্রমিলা ক্রিকেটারদের সাথে যৌন হয়রানির অভিযোগ উঠে। এরপর তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি তুলে দিনাজপুরের সুশীল সমাজসহ বিভিন্ন ক্রিড়া সংগঠনের প্রতিনিধিরা। এদিকে, যৌন হয়রানির চেষ্টায় অভিযুক্ত কোচের বিরুদ্ধে বিসিবি”র সভাপতি ও জেলা প্রশাসকের কাছে গত ১৪ জুন অভিযোগ দাখিল করেছেন ওই নারী ক্রিকেটারের বাবা। তিন দিনের মধ্যে জবাব দেওয়ার সময় নির্ধারণ করে দিয়ে গত মঙ্গলবার অভিযুক্ত কোচ আবু সামাদ মিঠুকে কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়েছে। অভিযোগের বিষয়টি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
বিডি প্রতিদিন/এ মজুমদার