দিনাজপুর-ঢাকা মহাসড়কের ফুলবাড়ীতে দু’টি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় নারী, শিশুসহ ২০জন যাত্রী আহত হয়েছে। আহতদের উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে দিনাজপুর-ঢাকা মহাসড়কে ফুলবাড়ী পৌর শহরের উর্ব্বসী সিনেমা হল মোড়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার সুমাইয়া খাতুন বলেন, আহতদের মধ্যে ১২ জনের অবস্থা গুরুতর হওয়ায় ভর্তি করা হয়েছে এবং বাকিদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
গুরুতর আহতরা হলেন, দিনাজপুর সদর উপজেলার শাহ আলম (২৫), নবাবগঞ্জ উপজেলার দাউদপুর এলাকার বুলু মিয়া (৫০), নবাবগঞ্জ উপজেলার পল্লিচিকিৎসক আব্দুল আজিজ (৬০), আব্দুল আজিজ এর মেয়ে দিনাজপুর মহিলা কলেজের একাদশ শ্রেণির ছাত্রী আসফিয়া আক্তার আখি (১৭), একই এলাকার আজিজার রহমান (৬০) গৌরীপাড়া গ্রামের সুজন মিয়া (২৫), সাফিয়া বেগম (৩৫), দিনাজপুর সদর উপজেলার শাহজামান (৩০), সোহেল (৩০), বড়পুকুরিয়া পাতিগ্রামের শিউলি বেগম (২২), একই এলাকার আসঢা খাতুন (৭) ও সাফিয়া (১৩)।
ফুলবাড়ী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুর রহমান সরকার জানান, দিনাজপুর থেকে ছেড়ে আসা ঘোড়াঘাটগামী যাত্রীবাহী মা লক্ষি পরিবহনটি (গাজিপুর-জ-০৪-০১০৭) ফুলবাড়ী শহরের উর্ব্বসী সিনেমা মোড় অতিক্রম করার সময় বিপরিত দিক থেকে আসা দিনাজপুরগামী যাত্রীবাহী দিন ইসলাম পরিবহনের (সিলেট-জ-১১-০২৯২) সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে দু’টি বাসের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়।
বিডি প্রতিদিন/৩০ জুন ২০১৭/হিমেল