নিষেধাজ্ঞা অমান্য করে ডিমওয়ালা ইলিশ মাছ শিকারের দায়ে ভোলার মেঘনা নদী থেকে ইলিশ ধরার দায়ে ১৪ জেলেকে আটক করা হয়েছে। রবিবার সকালে কোস্টগার্ড, মৎস্যবিভাগ ও পুলিশের সমন্বয়ে গঠিত যৌথ টিম তাদের আটক করে।
এ ব্যাপারে ভোলা সদর সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আসাদুজ্জামান জানান, মা ইলিশ রক্ষা অভিযানের অংশ হিসেবে রবিবার ভোরে জাল ও ইলিশসহ ১৪ জেলেকে আটক করা হয়। জব্দ করা মাছ এতিমখানায় বিতরণ করা হয়েছে। আটক করা জাল আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। জেলেদের ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়েছে।
জানা যায়, ইলিশ ধরার অভিযোগে মেঘনার ইলিশা, তুলাতলী, কাঠিরমাথা ও ভাংতির খাল থেকে জেলেদের আটক করা হয়। এ সময় ৫ হাজার মিটার কারেন্ট জাল ও ৪০ কেজি ইলিশ জব্দ করা হয়।
বিডি-প্রতিদিন/ ০৮ অক্টোবর, ২০১৭/ ওয়াসিফ