কুষ্টিয়ার হরিণারায়ণপুরে কলেজছাত্র সাগর সাহা হত্যা মামলার অন্যতম আসামি শিপন ও বাদশাকে আটক করেছে র্যাব। এসময় তাদের স্বীকারোক্তি অনুযায়ী অস্ত্র ও গুলি জব্দ করা হয়েছে। শনিবার দিবাগত রাতে তাদের আটক করা হলেও বিষয়টি আজ সকাল ১১টায় এক প্রেস বিফিংয়ে এ জানান কুষ্টিয়া র্যাব ১২ এর কমান্ডিং অফিসার রবিউল ইসলাম।
তিনি জানান, ঢাকা থেকে শিপনকে আটক করার পর তার দেয়া তথ্য অনুযায়ী চরমপন্থি নেতা বাদশাকে আটক করে র্যাব সদস্যরা। পরে তাদের দেয়া তথ্য অনুযায়ী শিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশ থেকে একটি পিস্তল, ১টি ম্যাগজিন ও ৪ রাউন্ড গুলি জব্দ করা হয়। আটক দুই সন্ত্রাসী জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে বলে জানান তিনি।
বিডি প্রতিদিন/৮ অক্টোবর ২০১৭/হিমেল