গাইবান্ধার সাঁওতাল পল্লিতে হামলার ঘটনায় দায়ের হওয়া মামলায় ইউপি সদস্য শাহ আলমকে গোবিন্দগঞ্জ উপজেলার সাহেবগঞ্জ বাজার এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। শাহ আলম গোবিন্দগঞ্জ উপজেলার সাপমারা ইউনিয়ন পরিষদের সদস্য।
রবিবার দিবাগত রাত ১০টার দিকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার অভিযানের সময় শাহ আলমকে ছিনিয়ে নিতে তার অনুসারীদের হামলা চালায়। হামলায় চার পুলিশ সদস্য আহত হন। পরে পুলিশ আত্মরক্ষার্থে বেশ কয়েক রাউণ্ড ফাকা গুলি ছোড়ে।
আহত পুলিশ সদস্যরা হলেন উপ পরিদর্শক (এসআই) মোজাম্মেল হক, প্রভাত, অতিরিক্ত উপ পরিদর্শক (এএসআই) শাহ জালাল ও কনস্টেবল বজলু রহমান। তাদের উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে এএসআই শাহ জালালের অবস্থা গুরুতর।
পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন মিয়া জানান, সাঁওতাল পল্লিতে হামলার ঘটনায় তদন্তপ্রাপ্ত আসামি হিসেবে শাহ আলম জড়িত। গোপন সংবাদের ভিত্তিতে রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
তিনি আরও বলেন, এসময় শাহ আলমকে ছিনিয়ে নিতে তার অনুসারীরা হামলা চালালে চার পুলিশ সদস্য আহত হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফাকা গুলি ছোড়ে পুলিশ। গ্রেফতার শাহ আলমকে গোবিন্দগঞ্জ থানা হাজতে রাখা হয়েছে বলেও জানান আনোয়ার হোসেন মিয়া।
উল্লেখ্য ২০১৬ সালের ৬ নভেম্বর সাঁওতাল পল্লিতে হামলার ঘটনায় সাঁওতালদের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়। মামলায় ৩৩ জন নামীয় ও অজ্ঞাত ৫০০ থেকে ৬০০ জনকে আসামি করা হয়।
বিডি-প্রতিদিন/ ৯ অক্টোবর, ২০১৭/ তাফসীর