মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার বাবুখালি ডুমুরশিয়া বাজারে পরিত্যক্ত অবস্থায় একটি ব্যাগ থেকে ২টি দেশীয় পিস্তল ও ৩ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ।
রবিবার রাত আটটার দিকে গুলিসহ পিস্তল দুটি উদ্ধার করা হয়। মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) তারিকুল ইসলাম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, রাত ৮টার দিকে ডুমুরশিয়া বাজারের একটি গলিতে পরিত্যাক্ত অবস্থায় একটি বাজারের ব্যাগ দেখতে পায় স্থানীয়রা। এ সময় নিকটস্থ বাবুখালি পুলিশ ফাঁড়িতে খবর দিলে সেখানে কর্মরত এ এস আই রাজ কুমার ঘটনাস্থলে গিয়ে ব্যাগটি খুলে ২টি দেশী তৈরী পিস্তল ও ৩ রাউন্ড সর্ট গানের গুলি উদ্ধার করে। কে বা কারা ব্যাগটি রেখে গেছে তা জানা যায়নি।
বিডি-প্রতিদিন/ ৯ অক্টোবর, ২০১৭/ তাফসীর