মাগুরা পুলিশ লাইনে বিভিন্ন পদে চাকরি দেবার নামে প্রতারণামুলক অর্থ বাণিজ্যের অভিযোগে জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সাব্বির হোসেন নাজমুলকে বহিস্কার করা হয়েছে। রবিবার রাতে মাগুরা জেলা ছাত্রলীগ এক সভায় তাকে তার পদ থেকে বহিস্কারের সিদ্ধান্ত নেয়।
জেলা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান রুবেল জানান, নাজমুল সম্প্রতি মাগুরার শ্রীপুর উপজেলার ২ যুবককে মাগুরা পুলিশ লাইনে বাবুর্চি ও পরিচ্ছন্নতা কর্মী পদে চাকরি দেবার নামে ১ লাখ ৬০ হাজার টাকা হাতিয়ে নেয়। এ ঘটনায় প্রতারিত ওই দুই যুবকের পরিবার শ্রীপুর থানায় মামলা দায়ের করে। সংগঠনের নেতাকর্মীদের এ সংক্রান্ত দাবির প্রেক্ষিতে সংগঠনের পক্ষ থেকে গৃহিত তদন্তে এই মামলার অভিযোগের সত্যতা মেলে।
যার সূত্র ধরে জেলা ছাত্রলীগ রবিবার সন্ধ্যায় জরুরী সভায় এ সিদ্ধান্ত নেয়।
বিডি প্রতিদিন/৯ অক্টোবর ২০১৭/হিমেল