নারী ও শিশুদের প্রতি বিভৎস নিপীড়ন বন্ধে সচেতনতার লক্ষ্যে যৌন নিপীড়ন বিরোধী নির্দলীয় ছাত্রজোটের ব্যানারে দেশব্যাপী পদযাত্রা কর্মসূচী করে আসছে ঢাকা বিশ্ববিদ্যায়য়ের শিক্ষার্থীরা। এরই অংশ হিসেবে সোমবার নেত্রকোনার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে পদযাত্রা কর্মসূচী পালন করা হয়। “ধর্ষণের বিরুদ্ধে জাগ্রত নেত্রকোনা, জাগো মানুষ জাগো বহ্নিশিখা” এই স্লোগানে নেত্রকোনার ৫ টি স্কুল শহরে সচেতনতা পদযাত্রায় অংশ নেয়।
বেলা ১১ টায় সাতপাই আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় থেকে শিক্ষার্থীদের নিয়ে পদযাত্রা বের করেন ঢাবির ছাত্র যৌন নিপীড়ন বিরোধী ছাত্রজোটের আহ্বায়ক শিবলী হাসান। বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফুর হায়দার ফকিরের নেতৃত্বে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের নিয়ে পদযাত্রাটি শহর প্রদক্ষিণ করে। তাদের সাথে নেত্রকোনা জেলা ছাত্র ইউনিয়নরে নেতৃবৃন্দ একাত্মতা পোষণ করে পদযাত্রায় শামিল হয়। নেত্রকোনা সদরের দত্ত উচ্চ বিদ্যালয়, আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়, জাহানারা স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয়, চন্দ্রনাথ উচ্চ বিদ্যালয় ও উন্মেষ উচ্চ বিদ্যালয় জেলা শহরে পৃথকভাবে পদযাত্রা বের করে।
আয়োজক সদস্য ঢাবির ছাত্র মহসিন মিয়া জানান, নেত্রকোনা জেলার ১০ উপজেলার মোট ৫০ টি শিক্ষা প্রতিষ্ঠানকে নিয়ে পদযাত্রা অব্যাহত থাকবে। আগামী জানুয়ারী মাস পর্যন্ত দেশব্যাপী পদযাত্রা চলবে। এছাড়াও চার দফা দাবি নিয়ে প্রধানমন্ত্রী বরাবর ২০১৫ সালে সংগঠনটি স্মারকলিপি প্রদান করে। আমাদের দাবিসমূহ হচ্ছে- বিচার প্রক্রিয়ার দীর্ঘ সূত্রিতা কাটিয়ে দ্রুত বিচার ট্রাইব্যুনালে ধর্ষকদের সর্ব্বোচ্চ শাস্তি নিশ্চিত করা, ধর্ষকদের একমাত্র শাস্তি মৃত্যুদণ্ডের আইন বিধান নিশ্চত করা, ১৫৫ (৪) সংশোধন, ধর্ষিতাকে নয় বরং ধর্ষককে জেরা করতে হবে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নারী সেল গঠনের মাধ্যমে নিপীড়িত নারীর সব ধরনের পরিচয় গোপন রেখে তার জন্য সর্ব্বোচ্চ রাষ্ট্রীয় সুবিধা নিশ্চিত করতে হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র যৌন নিপীড়ন বিরোধী নির্দলীয় ছাত্রজোটের আহ্বায়ক শিবলী হাসান বলেন, নারী সুরক্ষা নিশ্চত করতে আমরা দেশের প্রতিটি জায়গায় যাবো, সাধারণ মানুষকে সাথে নিয়ে নির্যাতনকারীদের বিরুদ্ধে, বখাটেদেরে বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবো। এই লক্ষ্যে “যৌন নিপীড়ন বিরোধী নির্দলীয় ছাত্রজোটের পক্ষ থেকে নারী নিপীড়ন বিরোধী একটি সেল গঠন করা হয়েছে, যেখানে নির্যাতন নিপীড়নের শিকার নারীদের দেয়া হবে সব ধরনের সহায়তা। যে নারী নির্যাতনের শিকার হয়ে পুলিশের কাছে গিয়েও মামলা করতে পারছেনা অথবা স্থানীয় প্রভাবশালীর কারণে পুলিশের কাছে যেতে পারছেনা, কিংবা বখাটেদের উৎপাতে দুঃসহ জীবন যাপন করছেন, তাঁদের কাছে যাবো আমরা, দেবো সহায়তা।
বিডি প্রতিদিন/৯ অক্টোবর ২০১৭/হিমেল