নাটোরের নলডাঙ্গা উপজেলার স্কুল কলেজ মাদ্রসা ও বিএম কলেজের প্রধানদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বেলা সাড়ে ১১টায় মাধনগর ডিগ্রী কলেজ হল রুমে এ মতবিনিময় সভা হয়।
মাধনগর ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান মুকুলের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, শহীদ নজমুল হক ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক মামুনুর রশিদ তোতা, মাধনগর এস আই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরিফুল ইসলাম, মাধনগর পুরুষত্তমবাটি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমল কুমার, মাধনগর দাখিল মাদ্রসার সুপার আতাউর রহমান, কোমরপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোজাহারুল ইসলাম,মাধনগর বিএম কলেজের অধ্যক্ষ নারায়ণ চন্দ্র নয়ন প্রমুখ।
পরে মতবিনিময় সভায় সকল শিক্ষকের সম্মতিতে নলডাঙ্গা উপজেলা শিক্ষক কর্মচারী ঐক্য পরিষদ নামে একটি সংগঠনের প্রস্তাব গৃহীত হয়। মাধনগর ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান মুকুলকে আহবায়ক করে ৯ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন