শিক্ষা বাণিজ্যের অভিযোগে নাটোর শহরের কোচিংগুলোকে সতর্ক করেছে জেলা প্রশাসন। বুধবার থেকে পুরোপুরিভাবে এসব কোচিং সেন্টারগুলো বন্ধ না করা হলে কঠোর আইন প্রয়োগ করে ব্যবস্থা নেয়ার হুশিয়ারী দেয়া হয়েছে।
জানা যায়, কোচিং ব্যবসা বন্ধ করার নির্দেশনা দিয়ে গণবিজ্ঞপ্তি জারি করা হলেও সেটির তোয়াক্কা না করে কার্যক্রম চালিয়ে যাচ্ছিল এগুলোর মালিকরা। এমন অবস্থার পরিপ্রেক্ষিতে মঙ্গলবার দুপুরে শহরের আলাইপুর ও ফৌজদারী পাড়ার বিভিন্ন কোচিং সেন্টারগুলোতে অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত। কোচিংগুলো হল- সুলতান স্যারের মেধা কোচিং সেন্টার, ইকবাল স্যারের কোচিং সেন্টার, শাহীন স্কুল, একটিভ কোচিং সেন্টার, সুমনা কোচিং সেন্টার, মনির স্যারের কোচিং সেন্টার, সুমনা কোচিং সেন্টার ও জ্ঞানগৃহ কোচিং সেন্টার।
অভিযানকোলে কোচিং সেন্টারগুলোর মালিকরা আগামীকাল থেকে কোচিং বন্ধ রাখার প্রতিশ্রতি দেয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনার বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রাজ্জাকুল ইসলাম ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মর্তুজা খান।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মর্তুজা খান বলেন, কোচিং সেন্টারগুলোর প্রতি প্রশাসন জিরো টলারেন্স দেখাবে। ভবিষ্যতে এ অভিযান অব্যাহত থাকবে। কোন কোচিং সেন্টার চালু থাকলে প্রশাসনকে তথ্য দিয়ে সহযোগিতা করার অনুরোধ করেছেন তিনি।
বিডি প্রতিদিন/১৯ ডিসেম্বর ২০১৭/হিমেল