দিনাজপুর জেলার পুরনো ৭টি বেইলি ব্রিজ দীর্ঘদিন ধরেই ঝুঁকিপূর্ণ। এসব ব্রিজ দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছে যানবাহন ও পথচারী। যে কোন সময় এসব ব্রিজে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।
গত ১৯ ডিসেম্বর সকালে দিনাজপুর-পার্বতীপুর সড়কের চিরিরবন্দরে ৭ শত বস্তা সার বোঝাই একটি ট্রাক কাঁকড়া নদীর বেইলি ব্রিজে ওঠার পর ভেঙ্গে নদীতে পড়ে যায়। এতে ওই সড়কে সকল ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। যাত্রীদের পোহাতে হচ্ছে চরম ভোগান্তির। তবে দিনাজপুরের বেইলি ব্রিজের মধ্যে ৫টির নির্মাণ কাজের টেন্ডার প্রক্রিয়ায় রয়েছে বলে সড়ক ও জনপথ বিভাগ জানায়।
ঘটনা-দুর্ঘটনার মধ্য দিয়েই এসব বেইলি ব্রিজ দিয়ে যানবাহন চলাচল করছে। কখনও মাল বোঝাই ট্রাক ব্রিজ ভেঙ্গে পড়ে, আবার কখনও দুর্ঘটনায় মানুষ আহত ও নিহত হয়েছে। এর কয়েকটি বেইলি ব্রিজ এখন মরন ফাঁদ হয়ে দাঁড়িয়েছে। ব্রিজগুলি জরাজীর্ণ ও নড়বড়ে হওয়ায় যে কোন সময় ভেঙ্গে পড়ে বড় দুর্ঘটনা ঘটতে পারে। আবার ব্রিজগুলি সংকীর্ণ হওয়ায় একটির বেশি গাড়ি উঠতে পারে না। গাড়ির ওজনে দুর্বল প্লেট, স্টীল বারসহ ব্রিজের অনেক টুকরো অংশ ভেঙ্গে পড়ছে।
পার্বতীপুর সড়কেই ৩টি বেইলি ব্রিজ অত্যন্ত ঝুঁকিপূর্ণভাবে রয়েছে। এ সড়কে বেঁকীপুল নামে ব্রিজে গত বছর মালবোঝাই ট্রাক পাত ভেঙ্গে পড়ে। অনেক সময় মূমূর্ষূ রোগী নিয়ে ব্রিজের দু’পাশে এ্যাম্বুলেন্সকে অপেক্ষা করতে হয়। এতে মূমূর্ষূ রোগীর অবস্থার আরো অবনতি ঘটে।
এক্সট্রা বেইলিপার্স না থাকায় দুর্ঘটনায় কবলিত ব্রিজ তাৎক্ষণিকভাবে মেরামত করা সম্ভব হয়না সড়ক বিভাগের।
দিনাজপুর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ মাসুম সারওয়ার জানান, কাকড়া নদীর বেইলি ব্রিজটির মেয়াদ অনেক আগেই শেষ হয়ে গেছে। এর দুই পাশে সিগনাল সাইনবোর্ডও লাগানো রয়েছে। ব্রিজটিতে পাঁচ টনের বেশি ওজনের যানবাহন চলাচল নিষেধ। কিন্ত ১৯ডিসেম্বর দুর্ঘটনাকবলিত ১০ চাকার ট্রাকটি ৩৫ টন সার নিয়ে ব্রিজের উপর উঠলে ব্রিজটি ভেঙে পড়ে। তবে ওই ট্রাকের ড্রাইভার -হেলপার বেঁচে গেছে। এই সড়কে যান চলাচল পুরোপুরি বন্ধ রয়েছে। যোগাযোগ স্বাভাবিক করার জন্য এই বেইলী ব্রিজটিকে সংস্কার করে ১৫দিনের মধ্যেই স্বাভাবিক করা হচ্ছে।
তিনি আরও জানান, এই বেইলি ব্রিজটি নতুন করে নির্মানের জন্য জাইকা প্রকল্পে টেন্ডার হয়েছে। আগামী বছরের শুরুতে ব্রিজটির নির্মাণ কাজ শুরু হওয়ার কথা রয়েছে। দিনাজপুরের ৭টি বেইলি ব্রিজের মধ্যে ৫টি নির্মাণ কাজের টেন্ডার প্রক্রিয়ায় রয়েছে বলে তিনি জানান।
বিডিপ্রতিদিন/ ২০ ডিসেম্বর, ২০১৭/ ই জাহান