হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জে মোটরসাইকেল চাপায় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। রবিববার দুপুরে বিরামচর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিরামচর গ্রামেরর ভিংরাজ মিয়া (৬৫) স্থানীয় পল্লী বিদ্যুৎ অফিসের সামনের রাস্তায় দাঁড়িয়ে ছিলেন। বেলা ১টার দিকে একটি মোটরসাইকেল দ্রুত গতিতে এসে তাকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।
তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে প্রেরণ করা হয়। হাসপাতালে পৌছার পর কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ডা. মুখলেছুর রহমান।
বিডিপ্রতিদিন/ ২৪ ডিসেম্বর, ২০১৭/ ই জাহান