মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পর্যটকবাহী বাস উল্টে ১৫ যাত্রী আহত হয়েছেন। উপজেলার শ্রীমঙ্গল-ভানুগাছ সড়কের গ্র্যান্ড সুলতান রিসোর্ট সংলগ্ন এলাকায় রবিবার রাতে এ দুর্ঘটনা ঘটে। তাদের মধ্যে নাটোর মহোরা ইসলামী ডিগ্রি কলেজের ছয় অধ্যাপক রয়েছেন।
শ্রীমঙ্গল থানার উপ পরিদর্শক (এসআই) আজিজুর রহমান জানান, গ্র্যান্ড সুলতান রিসোর্ট অতিক্রম করে রাস্তায় ট্রানিং নিতে গিয়ে তাদের বহনকারী বাস উল্টে যায়। এসময় গাড়িতে থাকা সবাই কমবেশি আঘাত পেয়েছেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার