টেকনাফ কোস্টগার্ড অভিযান চালিয়ে বিদেশী বিয়ার ও মদসহ ২ জনকে আটক করেছে। আজ টেকনাফ কোস্টগার্ড স্টেশনের কমান্ডার লে. জাফর ঈমাম সজিবের নেতৃৃৃৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ টহল দল নিয়ে উপজেলার পৌর এলাকার পল্লান পাড়ায় অভিযান চালিয়ে একটি লেগুনা গাড়ি, ৬শ ২০ ক্যান সিংহা বিয়ার, ৫০ বোতল গ্র্যান্ড রয়েল হুইস্কিসহ স্থানীয় নূর হোসেনের ছেলে নুর মোহাম্মদ (২৫) ও সৈয়দ মুরাদের পুত্র নুরুল আলমকে (২৬) আটক করে।
আটককৃত গাড়ি ও মাদকের মূল্য ১২ লক্ষ ৮৫ হাজার টাকা। এই ব্যাপারে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের পর আটককৃতদের টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার