পটুয়াখালীর রাঙ্গাবালীতে তুচ্ছ ঘটনা জের ধরে দুলাল হাওলাদার (৪৫) নামে এক কৃষককে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।
স্থানীয়দের বরাত দিয়ে রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিলন কৃষ্ণ মিত্র জানান, রবিবার কৃষক দুলাল হাওলাদারের সঙ্গে হাঁস চুরি হওয়াকে কেন্দ্র করে বাকবিতন্ডা শুরু হয় প্রতিবেশী মোতালেব মৃধা ও তার স্বজনদের। একপর্যায়ে দুলালকে লাঠি দিয়ে মাথায় আঘাত করে প্রতিপক্ষ। স্থানীয়রা আহতাবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে পটুয়াখালী হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। রোববার দিবাগত রাতে চিকিৎসাধীন অবস্থায় দুলালের মৃত্যু হয়।
এ ঘটনায় পাঁচ জনকে আসামি করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন নিহতের স্ত্রী মরিয়ম বেগম। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে এজাহার ভুক্ত আব্দুল মোতালেব, সুফিয়া বেগম ও আফরোজা বেগম নামে ৩ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন