বেগম খালেদা জিয়াকে গ্রেফতার কারাদণ্ডের প্রতিবাদে নোয়াখালীর চাটখিল উপজেলা বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। এসময় পুলিশ-বিএনপি'র নেতাকর্মীদের সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। শনিবার বিকেলে উপজেলা সদরে উত্তরবাজারে এ ঘটনা ঘটে।
বিকেলে উপজেলা বিএনপির বিক্ষোভ মিছিলটি উত্তর বাজার পৌঁছালে পুলিশ বাধা দেয়। এ সময় বিএনপি নেতাকর্মী ও পুলিশের মধ্যে প্রথমে বাকবিতাণ্ডা শুরু হয়। এক পর্যায়ে উভয়ের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পুলিশ নেতাকর্মীদের ছত্রভঙ্গ করতে ১০-১২ রাউন্ড গুলি ছোঁড়ে। এসময় নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করে। বিএনপি ও এর অঙ্গসংগঠনের প্রায় ১২ নেতাকর্মী আহত হয়।
পরে পুলিশ ঘটনাস্থল থেকে ৬ জনকে আটক করেছে। এই ঘটনার পর থেকে বিএনপির নেতাকর্মীদের মাঝে গ্রেফতার আতঙ্ক বিরাজ করছে।
আহতরা হচ্ছেন, উপজেলা ছাত্রদলের সভাপতি ইউসূফ নবী বাবু, কলেজ শাখার ছাত্রদল সাধারণ সম্পাদক মামুন, পৌর যুবদল আহবায়ক সুলতান বাবর, রতন, রিগ্যান ভ‚ইয়া, ফারুক, তাজু ও মামুনসহ ১২ জন। আহতদেরকে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। এ সময় পুলিশ ধাওয়া করে বিএনপি’র ৬ নেতাকর্মীকে আটক করে।
আটকরা হলেন, চাটখিল পৌর বিএনপি'র যুগ্ম আহ্বায়ক মো. আলাউদ্দিন ভূইয়া, যুবদল নেতা মাহাবুবুর রহমান জুয়েল, ঘাটলাবাগ ইউনিয়ন যুবদলের সভাপতি হারুণ, বদলকোট (দক্ষিণ) ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি জসিম উদ্দিন ও ঘাটলাবাগ ইউনিয়ন যুবদল নেতা সুজন। ঘটনার পর উপজেলা শহরে পুলিশী টহল জোরদার করা হয়েছে।
চাটখিল উপজেলা বিএনপি'র সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবু হানিফ অভিযোগ করে বলেন, আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ অতর্কিত হামলা ও গুলি চালিয়েছে। এতে দলের ১৫ জন নেতাকর্মী আহত হয়েছেন।
পুলিশ নেতাকর্মীদের লক্ষ্য করে ১৫-২০ রাউন্ড গুলি ছোড়ে। এসময় দলের নেতাকর্মীরা আতঙ্কিত হয়ে পড়েন। তিনি পুলিশের এ হামলা ও নেতাকর্মীদের আটকের তীব্র নিন্দা জানিয়ে তাদের নিঃশর্ত মুক্তি দাবি করেছেন।
জেলা বিএনপির সভাপতি গোলাম হায়দার বিএসসি এই হামলার তীব্র নিন্দা জানিয়ে আটকদের মুক্তি দাবি করেছেন।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল আনোয়ার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বিএনপি নেতাকর্মীরা মিছিল সহকারে পুলিশের উপর হামলা চালায়। পুলিশ আত্মরক্ষার্থে ও মিছিলকারীদের ছত্রভঙ্গ করতে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোঁড়ে। পুলিশের ওপর হামলার ঘটনার সাথে জড়িত ছয় জনকে আটক করা হয়েছে। এই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
চাটখিল সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন বলেন, পুলিশের ওপর হামলার ঘটনার সাথে জড়িতদের ছাড় দেয়া হবে না।
বিডি প্রতিদিন/১০ ফেব্রুয়ারি ২০১৮/আরাফাত