সাতক্ষীরার দেবহাটা উপজেলার পারুলিয়া গার্লস স্কুলের সামনে সড়ক দুর্ঘটনায় নিত্য ঘোষ নামে এক দুধ ব্যবসায়ী নিহত হয়েছেন। শনিবার বিকেল ৪টায় সাতক্ষীরা-কালিগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নিত্য ঘোষ একই উপজেলার জগন্নাথপুর গ্রামের শিবনাথ ঘোষের ছেলে।
দেবহাটা থানার ওসি কামাল হোসেন জানান, শনিবার বিকেলে ভ্যানে করে দুধ নিয়ে দেবহাটায় যাচ্ছিলেন নিত্য ঘোষ। পারুলিয়া গার্লস স্কুলের সামনে পৌঁছলে বিপরীত দিক থেকে বেপরোয়া গতিতে আসা একটি মোটরসাইকেল তার ভ্যানকে ধাক্কা দেয়। এতে ছিটকে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহতের মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
বিডি প্রতিদিন/১০ ফেব্রুয়ারি ২০১৮/এনায়েত করিম