নাটোরের বাগাতিপাড়ায় মোবাইল ফোনের মাধ্যমে এসএসসি গণিত পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ঘটেছে। এই ঘটনায় বাগাতিপাড়া মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। ঘটনাস্থল থেকে দু’টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
শাহরিয়ার হোসেন শুভ নামে ওই পরীক্ষার্থী ও তার মা রুবিনা বেগমকে জিজ্ঞাসাবাদের জন্য নির্বাহী ম্যাজিষ্ট্রেট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেরিনা সুলতানার কার্যালয়ে আনা হলেও পরে তাদের ছেড়ে দিয়েছে পুলিশ।
শাহরিয়ার হোসেন শুভ বাগাতিপাড়া উপজেলার দয়ারামপুর এলাকার কাদিরাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলের ছাত্র।
প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় বাগাতিপাড়া ভূমি অফিসের অফিস সহায়ক মোখাছছেরুল ইসলাম নাদের বাদী হয়ে শনিবার বিকালে পরীক্ষার্থী শুভ’র বাবা সাবেক সেনা সদস্য রহমত আলী এবং শুভ’র ফুফাতো ভাই মাগুড়া পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র ও সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার বাগমারা এলাকার শরীফের ছেলে শাকিল হোসেনকে অভিযুক্ত করে বাগাতিপাড়া মডেল থানায় একটি মামলা দায়ের করেন।
বাগাতিপাড়ার নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেরিনা সুলতানা জানান, শনিবার পরীক্ষা শুরুর আগে তিনি কেন্দ্র সচিবের কাছে গণিত পরীক্ষার প্রশ্নপত্র দিয়ে সকাল ৯ টা ২০ মিনিটে তার অফিসের দিকে ফিরছিলেন। পথে বিহারকোল এলাকায় বাগাতিপাড়া পাইলট মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্রের বাহিরে ২-৩টি জায়গায় জটলা দেখতে পেয়ে গাড়ি থেকে নামেন। কাছে গিয়ে দেখতে পান সকলেই মোবাইল ফোনে কিছু দেখছেন। এসময় জানতে চাইলে মোবাইল ফেলে সবাই পালিয়ে যায়। পরে মোবাইল ফোনে গণিত পরীক্ষার প্রশ্নপত্র দেখতে পান। যা গণিত পরীক্ষার প্রশ্ন পত্রের সাথে মিল পাওয়া যায়। পরে ওই মোবাইল ফোনটি পরীক্ষার্থী শাহরিয়ার হোসেন শুভ’র বলে জানা গেলে ওই পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়। এসময় পাশে আরও একটি মোবাইল ফোন পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়। পরে জিজ্ঞাসাবাদের জন্য পরীক্ষার্থী শাহরিয়ার হোসেন শুভ ও তার মা রুবিনা বেগমকে ডেকে নেওয়া হয়।
বাগাতিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার সাথে জড়িতদের আটকের অভিযান চালানো হচ্ছে।
বিডিপ্রতিদিন/ ১০ ফেব্রুয়ারি, ২০১৮/ ই জাহান