কুষ্টিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন মারা গেছেন। এছাড়া আহত হয়েছেন আরো দুইজন। জেলার মঙ্গলবাড়িয়া ও লক্ষীপুর এলাকায় রবিবার সকালে ওই দুই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন মোটরসাইকেল আরোহী মিরপুর উপজেলার তালবাড়িয়া ইউনিয়নের রানাখড়িয়া গ্রামের তুহিন প্রামানিক (৪৫) ও মিনি ট্রাকের চালক পটুয়াখালী জেলার পশ্চিম শরিয়তপুর গ্রামের আবদুর রহমান (৩০)।
পুলিশ নিহতদের লাশ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
এ ঘটনায় মোটরসাইকেল চালক জসীম (৩০) ও মিনি ট্রাকের হেলপার কাউসার (১৭) গুরুতর আহত হয়েছেন। তাদেরকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন