নেত্রকোনার মদনে চায়ের দোকানে টিভি দেখার সময় আগে-পরে বসাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরো একজন। এ ঘটনায় পুলিশ সাত্তার নামের একজনকে আটক করেছে। শনিবার রাত সাড়ে ১২ টার দিকে উপজেলার গোবিন্দশ্রী গ্রামে এ ঘটনা ঘটে।
মদন থানার ওসি মোঃ শওকত আলী জানান, রাত সাড়ে ১২টার দিকে গ্রামের বাজারের একটি চায়ের স্টলে বসে গ্রামের দুই যুবক ইমরান ও মাসুম টিভিতে সিডি চালিয়ে সিনেমা দেখছিলেন। এসময় সামনে পিছনে বসাকে কেন্দ্র করে তাদের মধ্যে তর্ক বাঁধে। এর এক পর্যায়ে দুই যুবকের লোকজনকে তারা খবর দিলে দেশীয় অস্ত্র নিয়ে উভয়ের লোকজন সংঘর্ষে জড়ান। এ সময় মাসুম ও তার পক্ষের কামরুল আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক কামরুল ইসলামকে মৃত ঘোষণা করেন।
মাসুমকে পাঠানো হয় ময়মনসিংহে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে। কামরুল হত্যায় জড়িত সন্দেহে পুলিশ ইতিমধ্যে সাত্তার নামের একজনকে আটক করেছে।
মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মোর্শেদ আলম হিরু জানান, হাসপাতালে আনার আগেই কামরুল মারা গেছেন। নিহত কামরুল (৩৩) উপজেলার গোবিন্দশ্রী গ্রামের জৈন উদ্দিনের ছেলে।
বিডি প্রতিদিন/১১ ফেব্রুয়ারি ২০১৮/হিমেল