নওগাঁ জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে প্রশ্নপত্র ফাঁস চক্রের সাত সদস্যকে আটক করা হয়েছে। রবিবার ভোরে তাদের আটক করা হয়। জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) সংস্থার সহযোগিতায় জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা তাদের আটক করেন।
এ ব্যাপারে জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রফিক জানান, শনিবার রাতে এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে পত্নীতলায় অভিযান চালানো হয়। এ সময় চলমান এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসকারী চক্রের ছয় সদস্যকে আটক করা হয়। পরে তাদের দেয়া তথ্যমতে রাতেই পাশের জেলা জয়পুরহাটের আক্কেলপুরে অভিযান চালিয়ে ওই চক্রের আরও এক সদস্যকে আটক করা হয়।
ওসি আরও জানান, ওই সাতজন ইন্টারনেটের মাধ্যমে চলমান এসএসসি পরীক্ষার আইসিটি, ইংরেজি, গণিত ও ধর্ম বিষয়ের প্রশ্নপত্র পান। পরে সেগুলো টাকার বিনিময়ে শিক্ষার্থীদের হাতে তুলে দেন তারা। তবে, তাদের মূল হোতকে খুঁজে বের করতে অভিযান চলছে।
আটককৃতরা হলেন- পত্নীতলা উপজেলার চকরঘু গ্রামের রমজান আলীর ছেলে আল মামুন (২৯), একই উপজেলার চক জৈরাম গ্রামের ইমতিয়াজ হোসেনের ছেলে জাহিদ হাসান ইমান (১৬), চক খিরশিন গ্রামের হাবিবুর রহমানের ছেলে মর্তুজা আহম্মেদ হাদি (১৬), চক-জৈরাম উত্তরপাড়ার নারায়ণ চন্দ্র মহন্তের ছেলে প্রভাত কুমার মহন্ত (১৬), গুটিন গ্রামের মৃত আব্দুল কাশেমের ছেলে আনোয়ার হোসেন (৩০), একই উপজেলার আড়ানপুর গ্রামের মৃত শফিকুর রহমানের ছেলে জহুরুল ইসলাম (১৬) এবং জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার হাস্তা পাড়ার আব্দুল আজিজের ছেলে ইসরাফিল আলম (১৬)।
বিডি প্রতিদিন/১১ ফেব্রুয়ারি, ২০১৮/ওয়াসিফ