ময়মনসিংহে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে ৩ পরীক্ষার্থীসহ ৮ জনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ।
আটককৃতদের মধ্যে তিনজন পরিক্ষার্থী ও পাঁচজন অভিভাবক রয়েছে।
আটককৃতরা হচ্ছেন- ইছরাত জাহান(২৫), আরিফুল ইসলাম(১৮), রাকিব মিয়া(১৮), রফিকুল ইসলাম(২০), খাইরুল ইসলাম(১৬), জাকারিয়া(১৬), ফজলে রাব্বি(১৬) ও সৌরভ বর্মণ(১৬)।
জেলা গোয়েন্দা পুলিশের ওসি আশিকুর রহমান জানান, শনিবারই তাদের আটক করা হয়েছে। পরে জিজ্ঞাসাবাদে তারা প্রশ্নপত্র ফাঁসের বিষয়টি স্বীকার করে। আজ দুপুরে তাদের বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় পৃথক তিনটি মামলা দায়ের করা হয়েছে।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন