এসএসসি পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগে প্রশ্নসহ বাবুল হোসেন (২৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত বাবুলের পিতার নাম মো. শুকুর মাহমুদ।
রবিবার টাঙ্গাইলের মির্জাপুরে বাঁশতৈল মো. মনশুর আলী উচ্চ বিদ্যালয় এসএসসির পরীক্ষা কেন্দ্র থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। বাবুলের বাড়ি বাঁশতৈল ইউনিয়নের সোনালিয়া গ্রামে।
বাঁশতৈল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফয়সাল হোসেন জানান, আজ রবিবার ছিল এসএসসি পরীক্ষার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের পরীক্ষা। সকাল দশটায় পরীক্ষা শুরুর আধাঘন্টা পুর্বে ঐ যুবক মোবাইলে প্রশ্ন নিয়ে পরীক্ষা কেন্দ্রের বাহিরে ছাত্র-ছাত্রীদের কাছে বিতরণ করছিল। এ সময় মোবাইলে পরীক্ষার প্রশ্নসহ বাবুলকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদে সে পুলিশকে জানিয়েছে ফেসবুকের মাধ্যমে সে প্রশ্ন পেয়েছিল।
এ ব্যাপারে বাঁশতৈল মো. মনশুর আলী উচ্চ বিদ্যালয় কেন্দ্রের সচিব মো. জাকির হোসেন মোল্লার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, পুলিশ প্রশ্নসহ যুবককে গ্রেফতার করার পর নির্বাহী ম্যাজিষ্ট্রেটের কাছে হস্তান্তর করেছেন।
এ ব্যাপারে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও মির্জাপুর উপজেলা সহকারী কমিশনার(ভুমি) মো. আজগর হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, পাবলিক পরীক্ষা সমৃহ(অপরাত সংক্রান্ত)১৯৮০/৯(খ) ধারায় গ্রেফতারকৃত যুবক বাবুলকে দুই বছরের কারাদন্ড দিয়ে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর