বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে উদ্দেশ্যে করে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ড. আব্দুর রাজ্জাক বলেছেন, ‘আপনার ছেলে পালিয়ে লন্ডনে রয়েছে। লন্ডনে বসে ষড়যন্ত্র করে দেশে ১৪/১৫ সালের মতো আর আন্দোলন করতে পারবে না। আইনশৃঙ্খলা বাহিনী মোকাবেলা করবে।'
রবিবার বিকেলে ময়মনসিংহের রফিক উদ্দিন ভুইয়া স্টেডিয়ামে আওয়ামী লীগের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন।
জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট জহিরুল হক খোকার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুলের পরিচালনায় আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও ময়মনসিংহ বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতা ডা. দিপু মনি, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আহাম্মদ হোসেন, সাংগঠনিক সম্পাদক ও ময়মনসিংহ বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতা অ্যাডভোকেট মিজবাহ্ উদ্দিন সিরাজ, সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী, বাংলাদেশ আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল, শিল্প ও বাণিজ্য সম্পাদক আব্দুস ছাত্তার, কেন্দ্রীয় সদস্য মীর্জা আজম এমপি, অ্যাডভোকেট মোসলেম উদ্দিন এমপি, অ্যাডভোকেট নাজিম উদ্দিন আহমেদ এমপি, ডা. এম আমানউল্লাহ এমপি, ফাতেমা জোহরা রানী এমপি, ফাহমি গোলন্দাজ বাবেল এমপি, শরীফ আহম্মেদ এমপি, পৌর মেয়র ইকরামুল হক টিটুসহ প্রমুখ।
কর্মী সম্মেলনে ড. রাজ্জাক আরও বলেন, খালেদা জিয়া দুর্নীতি করেছেন। প্রধানমন্ত্রী হয়ে তিনি কর ফাঁকি দিয়েছেন। দেশের আদালত স্বাধীন, আইনের শাসন এদেশে রয়েছে। কেউ আইনের ঊর্ধ্বে নয়। আদালত বিচার করেছে। রায়কে বাস্তবায়নের দায়িত্ব হলো প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর। দেশের আইনশৃঙ্খলা বাহিনী অনেক সুসংগঠিত। এমনকি সক্ষমতাও অর্জন করেছে।
ডা. দিপু মনি বলেন, জামায়াত-বিএনপিসহ স্বাধীনতাবিরোধী অপশক্তির বিরুদ্ধে আমাদের ঐক্যের বিকল্প নেই। তিনি বলেন, ঐক্যই নিশ্চিত করতে পারে আগামী নির্বাচনে আমাদের বিজয়। একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে তিনি দল-মত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করারও আহ্বান জানান তিনি।
বিডি-প্রতিদিন/১১ ফেব্রুয়ারি, ২০১৮/মাহবুব