বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলাধীন কালাবদর নদীতে অভিযান চালিয়ে শিকার নিষিদ্ধ ৩০ মণ জাঁটকা জব্দ করেছে কোস্টগার্ড।
মেহেন্দিগঞ্জ উপজেলার শ্রীপুর ইউনিয়ন সংলগ্ন নদীতে এমভি সুন্দরবন-৯, এমভি সাত্তার খান-১, এমভি জামাল-৬, এমভি জাহিদ-৪, এমভি রাসেল-৪ এবং এমভি নিউ সাব্বির-৩ লঞ্চ তল্লাশী চালিয়ে ৩০ মন জাঁটকা জব্দ করে তারা।
জব্দকৃত জাঁটকা রবিবার সকালে নিবার্হী ম্যাজিস্ট্রেট এবং মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে বিভিন্ন এতিমখানা, লিল্লাহ বোডিং সহ স্থানীয় দুঃস্থদের মাঝে বিনামূল্যে বিতরণ করা হয়।
বিডিপ্রতিদিন/ ১১ ফেব্রুয়ারি, ২০১৮/ ই জাহান