গাইবান্ধার সুন্দরগঞ্জে মোটরসাইকেল চুরি মামলায় দেড় বছরের সাজার আদেশপ্রাপ্ত আসামি রোকনুজ্জামান খোকনকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ। রবিবার সন্ধ্যায় উপজেলার রাজিবপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। খোকন ওই গ্রামের মফিজল সরকারের ছেলে।
সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিয়ার রহমান জানান, মোটরসাইকেল চুরি মামলায় দেড় বছরের সাজার আদেশপ্রাপ্ত আসামি খোকন এতোদিন পালিয়ে ছিলেন। রবিবার তিনি নিজ গ্রামে আসেন। খবর পেয়ে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
বিডি প্রতিদিন/১২ ফেব্রুয়ারি ২০১৮/হিমেল