পটুয়াখারীর কলাপাড়ায় সাড়ে ছয় লক্ষ মিটার কারেন্ট জাল ও বিপুল সংখ্যক জাটকা উদ্ধার করা হয়েছে। রবিবার সকাল থেকে বিকাল পর্যন্ত মৎস্য অধিদপ্তর ও কোস্টগার্ড রামনাবাদ নদীতে অভিযান চালায়। এ সময় ফেলাবুনিয়া নামক স্থান থেকে যাত্রীবাহী লঞ্চ এমএল বরকত থেকে ৩০ মন জাটকা উদ্ধার করা হয়।
এছাড়া কোস্টগার্ডেও সদস্যরা রামনাবাদ নদীর বিভিন্ন পয়েটে অভিযান চালিয়ে ৬ লক্ষ ১০ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করে। উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা কামরুল ইসলামের উপস্থিতিতে ওই জাল পুড়িয়ে ফেলা হয়। এছাড়া মাছ পায়রা বন্দর এলাকায় স্থানীয় এতিমখান, মাদ্রাসাসহ দুস্থদের মাঝে বিতরণ করা হয়।
কোস্টগার্ড রামনাবাদ কন্টিনজেন্ট কমান্ডার মো.দেলোয়ার হোসেন জানান, নিয়মিত অভিযান চলাকালীন সময়ে রামনাবাদ নদে কারেন্ট জাল জব্দ করার সময় যাত্রীবাহী লঞ্চ থেকে জাটকা আটক করা হয়।
কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা কামরুল ইসলাম জানান, আটকৃত মাছ পায়রা বন্দর এলাকাসহ কলাপাড়া পৌর শহরের এতিমখানা ও দুস্থদের মাঝে বিতরণ করা হয়।
বিডি প্রতিদিন/১২ ফেব্রুয়ারি ২০১৮/হিমেল