জয়পুরহাটে সরকার বিরোধী গোপন বৈঠকের অভিযোগে ইউনিয়ন জামায়াতের আমির আসাদুজ্জামানসহ ১৯ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। এ সময় বেশ কয়েকটি জিহাদী বই উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে একটি জামে মসজিদ থেকে তাদের আটক করা হয় বলে জানান জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম।
তিনি জানান, সদরের ধলাহার উচ্চ বিদ্যালয় জামে মসজিদে সরকার বিরোধী একটি গোপন বৈঠক চলছে-এমন সংবাদ পেয়ে পুলিশ অভিযান চালায়। এ সময় ইউনিয়ন জামায়াতের আমির আসাদুজ্জামানের নেতৃত্বে ৩০/৩৫ জন নেতাকর্মী বৈঠকে উপস্থিত ছিলেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে বেশ কয়েকজন পালিয়ে গেলেও ১৯ জনকে আটক করে পুলিশ।
বিডি-প্রতিদিন/১১ অক্টোবর, ২০১৮/মাহবুব