পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপে ২২ জেলার ১০৭টি উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।
সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হলেও ভোটারের অপেক্ষায় খুলনার কেন্দ্রগুলো। বেশি ভাগ কেন্দ্রই ভোটার শুন্য। এ রিপোর্ট লেখা পর্যন্ত অনেক কেন্দ্রই ফাঁকা দেখা গেছে। তবে ভোটার উপস্থিতি বাড়তে পারে বলে ধারণা ভোট গ্রহণ কর্মকর্তাদের।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন