কক্সবাজারের টেকনাফের হ্নীলা জালিয়াপাড়া সেতু এলাকা থেকে দুই হাজার ৬৮৭ ইয়াবাসহ একটি টমটম (ইজিবাইক) জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ফয়সল হাসান খান জানান, শুক্রবার রাতে হ্নীলা নয়াপাড়া বিওপির সুবেদার দেলোয়ার হোসেনের নেতৃত্বে টহলদল হ্নীলা জালিয়াপাড়া সেতু এলাকায় টহলের সময় একটি ব্যাটারিচালিত টমটমকে (ইজিবাইক) থামার সংকেত দেয়।
বিজিবির টহলদল দেখে যাত্রীবাহী টমটমটি দ্রুত পালিয়ে যাওযার চেষ্টা করে। এ সময় টহলদল ধাওয়া দিলে টমটমটি ফেলে পালিয়ে যায় চালকসহ দুই ব্যক্তি। পরে টমটমটি তল্লাশি করে দুই হাজার ৬৮৭ পিস ইয়াবা পাওয়া যায়। এসময় টমটমটিও জব্দ করা হয়।
উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৮ লাখ ৬ হাজার ১০০ টাকা। ইয়াবাগুলো ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে।
এছাড়া টমটম (ইজিবাইক) টি হ্নীলা শুল্ক গুদামে জমা দেয়া হবে।
বিডি প্রতিদিন/কালাম